কেএম স্পোর্টিং, রাইজিং স্টারের জয়লাভ

প্রথম বিভাগ ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৮:১১ পূর্বাহ্ণ

সিজেকেএসসিডিএফএ অনুপ বিশ্বাস প্রথম বিভাগ ফুটবল লিগে কেএম স্পোর্টিং ক্লাব এবং রাইজিং স্টার ক্লাব নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় কেএম স্পোর্টিং ক্লাব ১০ গোলে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। এ জয়ে কেএম স্পোর্টিং ৩ খেলা শেষে ৭ পয়েন্ট পেলো। এটি ছিল তাদের দ্বিতীয় জয়। নিজেদের দ্বিতীয় খেলায় তারা কল্লোল সংঘের সাথে ড্র করেছিল। অন্যদিকে পটিয়া উপজেলা সমান খেলায় মাত্র ২ পয়েন্ট পেয়েছে। তারা প্রথম দুটি খেলায় ড্র করে। গতকাল প্রথম পরাজয় দেখে দলটি। গতকাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ দু’দলের খেলায় উভয় পক্ষই গোলের সুযোগ নষ্ট করে। খেলার ৭০ মিনিটে গোলের দেখা পায় কেএম স্পোর্টিং ক্লাব। পরিকল্পনা মাফিক একটি আক্রমণ থেকে বঙে আসা সেন্টার আয়ত্বে নেন আবদুল মোতালেব। তিনি তা এগিয়ে আসা কিপারের মাথার উপর দিয়ে জালে প্রবেশ করিয়ে দেন ()। এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে কেএম স্পোর্টিং ক্লাব। গতকালের খেলায় ম্যান অব দি ম্যাচ পুরস্কার লাভ করেন বিজয়ী দলের আবদুল মোতালেব। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ডা. সৈয়দ সাইফুল ইসলাম। একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় রাইজিং স্টার ক্লাব ৫০ গোলে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ দলকে। ৪ খেলায় এটি রাইজিং স্টার ক্লাবের টানা দ্বিতীয় জয়। তারা নিজেদের প্রথম খেলায় ড্র এবং পরের খেলায় হেরে গিয়েছিল। ৪ খেলা শেষে তারা ৭ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে জেলা পুলিশ ৪ খেলা শেষে ২ পয়েন্ট পেয়েছে। তারা ২টি খেলা ড্র এবং ২টি খেলায় হার মানে। জেলা পুলিশের বিপক্ষে খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে রাইজিং স্টার ক্লাব। তারই ফলে প্রথমার্ধের ১৫ মিনিটেই তারা তিন গোলে এগিয়ে যেতে সমর্থ হয়। খেলার ১৪ মিনিটে গোলের সূচনা করেন পারভেজ ()। ১০ মিনিট পর গোলের সংখ্যা দ্বিগুণ করেন () জাফর উল্লাহ শরাফত। ৩০ মিনিটে তন্ময় ত্রিপুরা তৃতীয় গোল করেন ()। ৭০ মিনিটে বঙ থেকে দুর্দান্ত শটে তন্ময় ত্রিপুরা নিজের দ্বিতীয় ও দলের পক্ষে চতুর্থ গোল করেন ()। ইনজুরি টাইমে আবারো জাফর উল্লাহ শরাফত গোল করলে ৫০ গোলের ব্যবধানে এগিয়ে যায় রাইজিং ষ্টার। বাকি সময়ে আর কোন গোল না হলে ঐ স্কোর লাইনেই মাঠ ছাড়ে উভয় দল। এ খেলায় ম্যান অব দি ম্যাচ পুরস্কার লাভ করেন রাইজিং স্টার ক্লাবের জাফর উল্লাহ শরাফত। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী স্বপন। আজকের খেলাবিসিআইসি ক্রীড়া সংসদ বনাম বাকলিয়া একাদশ (.৪৫টা)

পূর্ববর্তী নিবন্ধপ্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার ফলাফল
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ওয়াগ্‌গা মৌজার জয়