মহিলা সমিতিতে ‘স্মৃতিতে স্মরণে আলী যাকের’

| বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৮:১০ পূর্বাহ্ণ

প্রয়াত অভিনেতা আলী যাকেরকে স্মরণ করা হবে স্মৃতিকথা, গানকবিতায়। স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে আলী যাকেরের নাট্যদল নাগরিক নাট্য সমপ্রদায়। আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে ‘স্মৃতিতে স্মরণে আলী যাকের’ শীর্ষক অনুষ্ঠান হবে। নাগরিক নাট্য সমপ্রদায়ের সভাপতি আসাদুজ্জামান নূর জানান, স্মারক বক্তৃতা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তারা আলী যাকেরকে স্মরণ করবেন। অনুষ্ঠানে স্মারক বক্তৃতা রাখবেন কলকাতার থিয়েটারের অভিনেতা লেখক বিভাস চক্রবর্তী। এছাড়া নাগরিকের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন। খবর বিডিনিউজের। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৭ নভেম্বর মারা যান একুশে পদক পাওয়া অভিনেতা আলী যাকের। তার জন্ম হয়েছিল ১৯৪৪ সালের ৬ নভেম্বর। মঞ্চ, টেলিভিশনের দাপুটে অভিনেতা একাত্তরের একজন শব্দসৈনিক। ১৯৭২ সালে আরণ্যকের ‘কবর’ নাটকে অভিনয় করেন আলী যাকের, শুরু হয় মঞ্চে তার পথচলা। সে নাটক দেখে পরে লেখক জিয়া হায়দার ও অভিনেতা নির্দেশক আতাউর রহমান তাকে নিয়ে যান তাদের দল নাগরিক নাট্য সমপ্রদায়ে। মৃত্যু পর্যন্ত আলী যাকের নাট্যদলের সভাপতি ছিলেন। মঞ্চে নূরলদীন, গ্যালিলিও ও দেওয়ান গাজীর চরিত্রে আলী যাকেরের অভিনয় এখনও দর্শক মনে রেখেছে। নাটকে অবদানের জন্য ১৯৯৯ সালে সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদকসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন আলী যাকের। মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি আলী যাকের যুক্তরাজ্যের রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটিরও সদস্য ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরহস্য আর ত্রিপাঠি-জয়ার রসায়নে জমলো ট্রেলার
পরবর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগে হাটহাজারী আবুরখীলের জয়