চলমান উন্নয়ন প্রকল্পগুলো সফলভাবে শেষ করতে হবে

উন্নয়ন সমন্বয় সভায় বিভাগীয় কমিশনার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৮:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেছেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সফলভাবে শেষ করতে হবে।

গতকাল নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সফলভাবে শেষ করতে হবে। প্রতিটি প্রকল্পের কাজ মানসম্মত ও যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। সভার একপর্যায়ে তিনি নিজ নিজ জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ভিডিও চিত্র তৈরি করতে জেলা প্রশাসকদের প্রতি অনুরোধ জানান।

বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক এবং বিভিন্ন সরকারি দফতরের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয়
পরবর্তী নিবন্ধসিপিডিএলের আয়োজনে পূর্ণতা