অভিনব মানববন্ধন, মানুষের সঙ্গে আছে পশুও

প্রকৃতি ও প্রাণীর জন্য ভালোবাসা

আজাদী ডেস্ক | বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৭:৩৩ পূর্বাহ্ণ

আপনি কি ভেবে দেখেছেন, ক্রমবর্ধমান মানবসভ্যতা প্রকৃতিকে কতটুকু অসুস্থ করে তুলছে? কতটা অসুখী করে তুলেছে মানুষের সমান্তরালে বাস করা প্রাণীকুলকে? প্রকৃতি ও প্রাণীকুলের আবেগঅনুভূতি, ভাষা ও অভিযোগকে প্রতিপাদ্য করে গতকাল মঙ্গলবার সকালে অলংকার মোড়ে অনুষ্ঠিত হয়েছে অভিনব মানববন্ধন। আয়োজকরা এটাকে আখ্যায়িত করেছেন, মানবকেন্দ্রিকতার বাইরে প্রকৃতি ও প্রাণীর প্রতিবাদ সমাবেশ।

মানুষকে কেন্দ্রে রেখে যে সভ্যতা গড়ে উঠল, পশুপাখি, গাছপালাসহ প্রকৃতির জন্য তা সুখকর নয়। প্রকৃতি ও প্রাণীদের প্রতি মানুষের কর্তৃত্ব করার প্রবণতা থেকে বেরিয়ে প্রকৃতি ও প্রাণীদের নিজস্ব ভাষা ও আচরণকে গুরুত্ব দিয়ে পরিবেশকর্মী টুটুল চৌধুরীর উদ্যোগে আয়োজন করা হয় এই মানববন্ধনের। এখানে প্রতীকী গরু, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, কবুতরসহ নানা পাখি, মাছ ও বৃক্ষের চারা উপস্থাপন করা হয়। এই আয়োজনে যুক্ত ছিলেন নাট্যকর্মী ও সংগঠক সায়েম উদ্দীন, সংস্কৃতিকর্মী রাবেয়া জামান এঞ্জেলা, মুক্তা বিশ্বাস প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅলংকার মোড়ে মধ্যরাতে বাসে আগুন
পরবর্তী নিবন্ধবিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের জান্নাতুল