কক্সবাজারের চার আসনে আ.লীগের মনোনয়ন চান ৪০ জন

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৭:০২ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে কক্সবাজারের চারটি আসন থেকে ৪০ জন সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় দপ্তরে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কক্সবাজার১ আসনে ১০ জন, কক্সবাজার২ আসনে ৮ জন, কক্সবাজার৩ আসনে ১০ জন এবং কক্সবাজার৪ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতাদের সূত্রে এ তথ্য জানা গেছে।

কক্সবাজার(চকরিয়াপেকুয়া) আসনে মনোনয়নপত্র জমা দানকারীরা হলেন: বর্তমান এমপি জাফর আলম, আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন আহমদ সিআইপি, রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, সাবেক জেলা জজ আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন জিয়া, সাবেক এমপি জহিরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম ও ভাইপো আশরাফুল ইসলাম সজিব, গিয়াসউদ্দিন চৌধুরী ও মুকুল।

কক্সবাজার(মহেশখালীকুতুবদিয়া) আসনে মনোনয়নপত্র জমা দানকারীরা হলেন: বর্তমান সংসদসদস্য আশেক উল্লাহ রফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাড. সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. ফরিদুল ইসলাম চৌধুরী, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, শাপলাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক চৌধুরী, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ, উপজেলা আওয়ামী লীগ নেতা মোস্তফা আনোয়ার চৌধুরী ও আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য প্রকৌশলী ইসমত আরা ইসমু।

কক্সবাজার(সদররামুঈদগাঁও) আসনে মনোনয়নপত্র জমা দানকারীরা হলেন: বর্তমান এমপি সাইমুম সরয়ার কমল, তার বড় ভাই ও সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, তার বোন নাজনীন সরওয়ার কাবেরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক মুকুল, অ্যাডভোকেট রণজিৎ দাশ, সাবেক কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব🙂 ফোরকান আহমদ, সাবেক কউক সদস্য ইজ্ঞিনিয়ার বদিউল আলম, ব্যারিস্টার মিজান সাঈদ ও পৌর আওয়ামীলীগ সভাপতি নজিবুল ইসলাম।

কক্সবাজার(উখিয়াটেকনাফ) আসনে মনোনয়নপত্র জমা দানকারীরা হলেন: বর্তমান এমপি শাহীন বদি, তার স্বামী সাবেক এমপি আবদুর রহমান বদি ও ছোট ভাই উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর চৌধুরী, সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলীর ছেলে মোর্শেদ মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী, বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, টেকনাফ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী মোহাম্মদ আজিজ, সাবেক এমপির এমএ গণির ছেলে সাইফুদ্দিন খালেদ, সোনা আলী, অ্যাডভোকেট দুলাল মল্লিক ও মনোয়ারা মুন্নী।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন২০২৩ এর সংসদ সদস্য পদে কক্সবাজারের ৪টি আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী ৩ ও ৪ ডিসেম্বর। কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শাহীন ইমরান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর সংসদ সদস্য পদে দাখিলকৃত মনোনয়নপত্র জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাছাই করা হবে। এর মধ্যে ৩ ডিসেম্বর সকাল ১০টায় ২৯৪ নং সংসদীয় আসন কক্সবাজার১ এবং সকাল ১১টায় ২৯৫ নং সংসদীয় আসন কক্সবাজার২ এর মনোনয়নপত্র বাছাই করা হবে। আর ৪ ডিসেম্বর সকাল ১০টায় ২৯৬ নং সংসদীয় আসন কক্সবাজার৩ এবং সকাল ১১টায় ২৯৭ নং সংসদীয় আসন কক্সবাজার৪ এর মনোনয়নপত্র বাছাই করা হবে।

মনোনয়নপত্র বাছাইকালে তথ্যসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের উপযুক্ত প্রতিনিধি এবং মনোনয়নপত্র দাখিলকারী নিজে অথবা তার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত একজন প্রতিনিধি, মনোনয়নপত্র দাখিলকারীর প্রস্তাবক ও সমর্থকসহ উপস্থিত থাকতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির দুদিনের অবরোধ আজ থেকে
পরবর্তী নিবন্ধইসি থেকে মনোনয়ন ফরম নিলেন নজিবুল বশর, লায়ন ইমরানসহ ৭ প্রার্থী