বিএনপির দুদিনের অবরোধ আজ থেকে

| বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৭:০০ পূর্বাহ্ণ

জাতীয় নির্বাচনের তফসিল ডাকার প্রতিবাদে বিএনপির দুদিনের অবরোধ আজ থেকে শুরু হচ্ছে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, সরকারের পদত্যাগসহ নানা দাবিতে আজ বুধবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে দলটি। গত সোমবার বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ নিয়ে বিএনপি ষষ্ঠ দফায় অবরোধ ডাকল। প্রথম কর্মসূচিটি ছিল ৭২ ঘণ্টার। এরপর প্রতিটি কর্মসূচি দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টার। খবর বিডিনিউজের।

এদিকে বিএনপির ডাকা ষষ্ঠ দফা অবরোধের আগের রাতে ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তায় একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গতকাল রাত পৌনে ৮টার দিকে রাইদা পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

রিজভী বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও সবার অংশগ্রহণের নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতৃবৃন্দ ও কর্মীদের মুক্তির দাবিতে বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালিত হবে।

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের দিন নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর এখন পর্যন্ত ২২টি কর্মদিবসের মধ্যে ১৯ দিনই হরতাল বা অবরোধের ডাক এল। এসব কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি বা পিকেটিং সেভাবে চোখে পড়ছে না। তবে একাধিক দিন সকালে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো অবশ্য মিছিল সমাবেশ করছে।

তবে এসব কর্মসূচিতে বিশেষ করে বাসে চোরাগোপ্তা হামলা চলছে শুরু থেকেই। হরতাল বা অবরোধ দুই ধরনের কর্মসূচিতে প্রায় প্রতিদিনই বাসে আগুন দেওয়া হচ্ছে এখানে সেখানে। ফায়ার সার্ভিস গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত দুইশটির মতো বাসে আগুনের কথা জানিয়েছে।

এদিকে গতকাল এক ব্রিফিংয়ে ৪৮ ঘণ্টার অবরোধ সফল করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, এই অবরোধ কর্মসূচি আমাদের দেশের গণতন্ত্র ও দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার বৃহত্তর আন্দোলনের অংশ।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় চাচাকে মারধরের কারণ জানতে চেয়ে ছুরিকাঘাতে খুন স্বেচ্ছাসেবকলীগ নেতা
পরবর্তী নিবন্ধকক্সবাজারের চার আসনে আ.লীগের মনোনয়ন চান ৪০ জন