চট্টগ্রামের হাটহাজারীতে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে ঘরে ঢুকে চুরির বিষয়টি বুঝতে পারেন ওই পরিবারের সদস্যরা।
এর আগে সোমবার রাতের দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ পশ্চিম মন্দাকিনী এলাকার মোজাফফর চৌধুরী বাড়ির মো. ইউসুফের ঘরে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের দাবি ওই বাড়ীর ইউসুফ মঙ্গলবার সকালে তার বাসায় প্রবেশ করার পর বাসার সব আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পান এবং চোরের দল বাসায় রক্ষিত নগদ ৪ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্তত ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
প্রবাসী মোরশেদের ছোট ভাই ইউছুপ ও মাসুদ বলেন, সোমবার সন্ধ্যার দিকে আমাদের পরিবারের সকলে পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। পরদিন মঙ্গলবার (২১ নভেম্বর) আত্মীয়ের বাড়ি থেকে সকাল সাড়ে ৮ টার দিকে ফিরে আমাদের বাসায় ঢুকে দেখি ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় পড়ে আছে।
এ সময় দেখি বাসার আলমিরায় রেখে যাওয়া নগদ ৪ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং ১টি এন্ড্রয়েড ফোন যথাস্থানে নাই । ঘরের জানালা কেটে ঘরে ঢুকা চোরের দল প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙে সেখানে রক্ষিত কাপড়চোপড় ও মালামাল তছনছ করে রেখেছে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার সেলিম জাহাঙ্গীর চুরির বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
ওই এলাকার ইউ পি চেয়ারম্যান শওকত আলম শওকত দৈনিক আজাদীকে চুরির ঘটনা তিনি শুনেছেন বলে জানিয়েছেন।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ওসি মোঃ মনিরুজ্জামান দৈনিক আজাদী কে মঙ্গলবার সন্ধ্যার দিকে জানান, বিষয়টি নিয়ে কেউ আমাকে জানায়নি। তাছাড়া বাড়িতে এত মূল্যবান মালামাল রেখে এইভাবে বাড়ি খালি রেখে যাওয়া কোনো অবস্থায় ঠিক হয়নি।
তবে যেই পরিমাণ মালামাল চুরি হয়েছে বলে প্রচার করা হয়েছে তা কতটুকু সঠিক এতে ও যথেষ্ট সন্দেহ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।