সীতাকুণ্ডে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৭:০৮ অপরাহ্ণ

সীতাকুণ্ডে পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কিশোরীর নাম জান্নাতুল মাওয়া ইশা (১৫)। সে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার মোঃ ইউসুফের কন্যা।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, ইশা শারীরিক প্রতিবন্ধী। সে গত ১৯ নভেম্বর বিকালে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে সে মারা যায়।

এ বিষয়ে অপমৃত্য মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউর ডিনস অ্যাওয়ার্ড পেয়ে খুশি শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ লুট