দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, উত্তম চর্চার বিকাশ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর মাধ্যমে ২০০৪ সালের ২১ নভেম্বর স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি নিয়েছে দুদক প্রধান কার্যালয় ও জেলা কার্যালয়গুলো। দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–২ এর উপপরিচালক মো. আতিকুল আলম আজাদীকে বলেন, প্রধান কার্যালয়ের ন্যায় চট্টগ্রাম কার্যালয়েও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরমধ্যে সকালে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, শপথ ও আলোচনা সভা রয়েছে। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম –১ এর উপপরিচালক নাজমুচ্ছায়াদাত বলেন, দুদক চট্টগ্রামের কনফারেন্স রুমে বিকাল তিনটায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে।