সীতাকুণ্ড ভূমি অফিসের গণশুনানি অফিস কক্ষের বাইরে খোলা মাঠে হয়েছে। সেবা গ্রহীতাদের ভোগান্তি কমাতে অস্থায়ী চেয়ার–টেবিল বসিয়ে এই ব্যবস্থা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন।
জানা যায়, উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে এসি ল্যান্ড মো. আলাউদ্দিন সপ্তাহে ২ দিন (সোমবার ও বুধবার) গণশুনানির আয়োজন করে। কারণ ভূমি কার্যালয়ে আসা সেবা প্রার্থী বাদী–বিবাদীর মামলার শুনানির সময় উপস্থিত অন্যান্য সেবা প্রার্থীরা যাতে তা অবলোকন করতে পারে। তাই এ ধরনের গণশুনানির আয়োজন করা হয়।
গতকাল বেলা সাড়ে ১১টায় ভূমি অফিস কক্ষের বাইরে খোলা মাঠে দেখা যায়, এসি ল্যান্ড নামজারির আবেদন দেখার পাশাপাশি গণশুনানি করছেন। সেবাগ্রহীতাদের অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করে দিচ্ছেন। পাঠাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে। এছাড়া সেবা নিতে আসা সেবা প্রার্থীদের চা/কপি দিয়ে আপ্যায়ন করানো হয়।
মোহাম্মদ মাসুদ, আবুল মুনসুর, নেপাল চন্দ্র দাস, ছকিনা বেগম, নুর মোহাম্মদ, মো. ইসমাইল ও কামাল উদ্দিনসহ আরও বেশ কয়েকজন সেবাপ্রার্থী বলেন, দীর্ঘদিন ধরে তাদের কাজ আটকে রয়েছে। কোথায় কী কাজ হয় তা না জানায় এক টেবিল থেকে অপর টেবিলে ঘুরছিলেন। অনেক কাজের সমাধান পেয়ে তারা খুশি।
সেবা নিতে আসা মামলার বাদী কানু লাল এবং বিবাদী শংকর দে জানান, এসি ল্যান্ড সকলের সামনে আমাদের মামলার তর্কবিতর্ক ধৈর্য্য সহকারে শুনায় আমরা সন্তুষ্ট। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন বলেন, কার্যালয়ে আসা সেবা প্রার্থীরা যাতে মামলার শুনানি নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করতে না পারে এ জন্য আমি সেবাপ্রার্থী সকলের উপস্থিতিতে গণশুনানির আয়োজন করি।