চট্টগ্রাম প্রেস ক্লাব– সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ক্যারম অনূর্ধ্ব পঞ্চাশ এককের ‘খ’ গ্রুপে সুবল বড়ুয়া রেজা মুজাম্মেলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন। এর আগে রাউন্ড পর্বে সুবল বড়ুয়া গোলাম মর্তুজা আলীকে পরাজিত করেন। ‘গ’ গ্রুপে জাকের আহমদ রুবেল খানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন। এর আগে রাউন্ড পর্বে রুবেল খান রাজেশ চক্রবর্তীকে এবং জাকের আহমদ মিয়া আলতাফকে পরাজিত করেন। ‘ক’ এবং ‘ঘ’ গ্রুপের খেলাগুলো আজ ফিকশ্চার অনুযায়ী অনুষ্ঠিত হবে। গতকাল খেলা পরিচালনায় ছিলেন প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল এবং ক্রীড়া উপকমিটির সদস্য নির্মল চন্দ্র দাশ ও জাকির হোসেন লুলু।
আজ অন্যান্য খেলাসমূহ ফিকশ্চার অনুযায়ী অনুষ্ঠিত হবে। উক্ত ইভেন্টে অংশগ্রহণকারী সকলকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।