দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ফরম বিক্রির গতকাল তৃতীয় দিনে বৃহত্তর চট্টগ্রামের ২৩ আসন থেকে ৮৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে চট্টগ্রামের ১৬ আসন থেকে ৬৩ জন প্রার্থী ৬৫টি মনোনয়ন ফরম সংগ্রহ গতকাল সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রামে থেকে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, মোহাম্মদ আবদুল লতিফ, আমিনুল ইসলাম আমিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কক্সবাজার থেকে বর্তমান সংসদ সদস্য জাফর আলম, বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং খাগড়াছড়ি থেকে বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গত দুইদিনের মতো গতকালও উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মনোনয়ন প্রত্যাশী নেতা ও তাঁদের সমর্থকরা। আওয়ামী লীগের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য সালাউদ্দিন সাকিব জানান, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে চট্টগ্রামের ১৬টি আসনের ৬৩ জন প্রার্থী ৬৫টি মনোনয়ন ফরম গ্রহণ করেছেন।
আওয়ামী লীগের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি থেকে জানা যায়, গতকাল সোমবার তৃতীয় দিনে অহীদ সিরাজ চৌধুরী, মশিউর রহমান চৌধুরী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চট্টগ্রাম–১ (মীরসরাই) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র নিয়েছেন মোহাম্মদ মোস্তফা। চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক সিডিএ বোর্ড মেম্বার এম এ আজিম, ছৈয়দ রাজিয়া মোস্তফা, মো. হারুণ, তৌহিদ মো. ফয়সাল কামাল, সরোয়ার উদ্দিন চৌধুরী, মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী।
চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েছেন সারওয়ার হাসান জামিল, রুমানা নাসরীন, রফিকুল ইসলাম।
চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও চসিক আংশিক) আসন থেকে আওয়ামীলী লীগের দলীয় মনোনয়ন নিয়েছেন আবু মনির মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, মহি উদ্দিন।
চট্টগ্রাম–৫ (হাটহাজারী ও চসিক আংশিক) আসন থেকে আওয়ামী লীলীগের দলীয় মনোনয়ন নিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ–কমিটির সদস্য মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ নাছির হায়দার করিম, ডা. নুর উদ্দিন জাহেদ।
চট্টগ্রাম–৬ (রাউজান) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র নিয়েছেন বখতেয়ার উদ্দিন খান।
চট্টগ্রাম–৮ (বোয়ালখালী ও চসিক আংশিক) আসন থেকে গতকাল আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র নিয়েছেন আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির পুত্র মুজিবুর রহমান, মো. দিদারুল আলম, মোহাম্মদ নুরুল আনোয়ার, মো. আবু তাহের, আশেক রসুল খান, এম এ সুফিয়ান সিকদার।
চট্টগ্রাম–৯ (কোতোয়ালী) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এম জহিরুল আলম দোভাষ, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, নগর আওয়ামী লীগ নেতা মশিউর রহমান চৌধুরী, মো. জালাল উদ্দিন।
চট্টগ্রাম–১০ (পাহাড়তলী–ডবলমুরিং) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েছেন নগর আওয়ামী লীগের সদস্য বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর এম এ আজিজের পুত্র সাইফুদ্দিন খালেদ বাহার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, মো. অহীদ সিরাজ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মো. ফয়সাল আমীন, মো. আসলাম হোসেন, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মো. ছালামত আলী, মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ মনোয়ার হোসেন।
চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েছেন মোহাম্মদ আবদুল লতিফ, নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান হাজী মো. ইলিয়াছ, নগর আওয়ামী লীগ নেতা মশিউর রহমান চৌধুরী, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহম্মদ, ইকবাল আলী, হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. আমিনুল হক, ইমরান ফাহিম নূর, সায়রা বানু রুশ্নি।
চট্টগ্রাম–১২ (পটিয়া) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েছেন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক, আওয়ামী লীগ নেতা ও সিডিএ বোর্ড সদস্য মোহাম্মদ ফারুক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য রাশেদ মনোয়ার, মোহাম্মদ হাবীবুল হক চৌধুরী, মো. মহিউদ্দিন।
চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েছেন মো. আবুল বশর ভূঁইয়া, মাহবুবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য মামুন উল হক চৌধুরী।
চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাংবাদিক আবু সুফিয়ান, মো. অহীদ সিরাজ চৌধুরী, দেলোয়ার হোসেন।
চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন, মেজর (অব.) প্রকৌশলী সামসুদ্দীন আহমদ চৌধুরী শামস, আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন আহমেদ রবি, কর আইনজীবী ও সংগঠক লায়ন শেখর দত্ত, আরিফ উল হক প্রমুখ।
কঙবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম, মো. সাইফুল ইসলাম, এটিএম জিয়া উদ্দীন চৌধুরী জিয়া।
কঙবাজার–২ (কুতুবদিয়া–মহেশখালী) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েছেন আবদুল খালেক চৌধুরী, মোস্তফা আনোয়ার, মো. ফরিদুল ইসলাম চৌধুরী।
কঙবাজার–৩ (সদর) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মাসেদুল হক রাশেল, মাহাবুব উল হক মুকুল, আনিচ উল মাওয়া।
কঙবাজার–৪ (উখিয়া–টেকনাফ) এই আসন থেকে মনোনয়ন নিয়েছেন দুলাল মল্লিক, জাফর আহমদ।
রাঙামাটি আসন থেকে গতকাল সোমবার দলীয় মনোনয়ন নিয়েছেন মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী, মো. কামাল উদ্দীন, সন্তোষ কুমার চাকমা, আবদুল মতিন, সমরেশ দেওয়ান, স্নেহ কান্তি চাকমা, জয় সেন তঞ্চ্যাঙ্গা।
খাগড়াছড়ি আসন থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, চিং কিউ রোয়াজ, মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী।
বান্দরবান আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েছেন মো. মজিবর রহমান।