সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

বাওয়া স্কুলে বিতর্কিত প্রশ্ন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডার দরবার শরীফ নিয়ে নবম শ্রেণির পরীক্ষায় বিতর্কিত প্রশ্নকারী বাওয়া স্কুলের শিক্ষক আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই শিক্ষকের বাড়ি ফটিকছড়ির হারুয়ালছড়িতে। গতকাল সোমবার (২০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের অধ্যক্ষ আরিফ উল হাসান চৌধুরী।

জানা যায়, গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত নবম শ্রেণির বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ধর্মীয় বিষয়ের (ইসলাম ও নৈতিক শিক্ষা) প্রশ্নপত্র তৈরি করেন শিক্ষক আবদুর রহিম। প্রশ্নপত্রে মাইজভাণ্ডার দরবার শরীফ নিয়ে একটি প্রশ্ন করা হয়। পরবর্তীতে এই প্রশ্নকে ঘিরে গত রবিবার (১৯ নভেম্বর) এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্ক শুরু হয়। গতকাল দৈনিক আজাদী ‘একটি প্রশ্নপত্রে অনেক বিতর্ক, সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে : বাওয়া স্কুল কর্তৃপক্ষ’ শীর্ষক সংবাদ প্রকাশিত হওয়ার পর গতকাল স্কুল কর্তৃপক্ষ প্রশ্ন প্রণয়নকারী ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধনতুন করে চক্রের অপতৎপরতা
পরবর্তী নিবন্ধবিএনপির দুদিনের অবরোধ কাল থেকে