হরতালের প্রভাব পড়েনি নাগরিক জীবনে

১০ নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ বিএনপির

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

সোমবার সকাল ১০টা ৩০ মিনিট। নগরের লালখান বাজার মোড়। সড়কে এলোমেলো দাঁড়িয়ে যাত্রী তুলছেন বাস, হিউম্যান হলার ও সিএনজি টেক্সি চালকরা। গাড়ির চাপে জ্যাম লেগে যায় সেখানে। অথচ তখন বিএনপি’র ডাকে হরতাল চলছে!

লালখান বাজারের অপর পাশে ইস্পাহানি মোড়েও ছিল তখন একই চিত্র। এ মোড় থেকে স্টেডিয়ামমুখী সড়কে চলে টেম্পো ও হিউম্যান হলার। এসব পরিবহনও ছিল যাত্রীতে ঠাসা। বসার জায়গা না পেয়ে অনেক যাত্রী দাঁড়িয়ে ছিলেন। আবার একই মোড় থেকে পশ্চিমে টাইগারপাসমুখী সড়কে বাসসহ অন্যান্য গণপরিবহন চলে। স্বাভাবিক দিনের ন্যায় এসড়কেও ছিল গণপরিবহনের চাপ।

শুধু লালখান বাজার ও ইস্পানি মোড় নয়। ওয়াসা, গরীব উল্লাহ শাহ মাজার, জিইসি, ২নং গেইট, মুরাদপুর ও বহাদ্দারহাট পর্যন্ত ঘুরে দেখা গেছে, হরতালের কোনো প্রভাব নেই সেখানে। অসংখ্য যানবাহন সড়কজুড়ে। মোড়ে মোড়ে যানজট। গাড়ি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছিল দায়িত্বরত ট্রাফিক পুলিশকে। বিকেলে চকবাজার, আন্দরকিল্লাহ, জামালখান, কাজীর দেউড়ি, নিউমার্কেট মোড়, আমতল, লালদীঘিসহ বিভিন্ন এলাকায়ও স্বাভাবিক যানবাহন চলাচল করতে গেছে।

অবশ্য প্রাইভেট কার বা ব্যক্তিগত গাড়ি কম দেখা গেছে। গতকাল দিনভর নগরের বিভিন্ন সড়কে যানবাহনের উপস্থিতির এ চিত্র থেকে স্পষ্ট ‘সরকার পতনের একদফা দাবি ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল’ এর দাবিতে ডাকা বিএনপির হরতালের দ্বিতীয় দিনও নাগরিক জীবনে তেমন প্রভাব পড়েনি। সবকিছু ছিল স্বাভাবিক। অবশ্য নগরে পরিবহন চলাচল স্বাভাবিক থাকলেও নগর থেকে দূর পাল্লার বাস ছেড়ে যায়নি। তবে জেলার আভ্যন্তরীণ সড়কে সবধরনের যানবাহন চলাচল করেছে।

এদিকে হরতাল চলাকালে নগরজুড়ে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। হরতালের সমর্থনে নগরের কয়েক জায়গায় ঝটিকা মিছিল করেছে বিএনপি। এছাড়া হরতালকে কেন্দ্র করে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দলের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন নগর বিএনপি’র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী। তিনি বলেন, ৪৮ ঘন্টা হরতালের ২য় দিনও নগর জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা।

ধৃতরা হচ্ছেনদক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোস্তফা ও যুবদল নেতা মাঈনুদ্দিন আহমেদ মানিক, পাহাড়তলী থানা যুবদলের আহ্বায়ক কুতুব উদ্দিন কুতুব, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ আবিদ, আলকরণ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ ওমর ফারুক রুবেল, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. বেলাল, উত্তর হালিশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মো. তারেক, চান্দগাঁও ওয়ার্ড যুবদলের ইমতিয়াজ হাসান।

বিএনপি সূত্রে জানা গেছে, নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ এর নেতৃতে গতকাল দুপুরে চকবাজার অলি খাঁ মসজিদের সামনে থেকে মেডিকেল ও প্রবর্তক মোড় এলাকায় ঝটিকা মিছিল হয়েছে। এছাড়া নগরের মাঝির ঘাট, রাহাত্তার পুল এক কিলোমিটার এলাকা, জামাল খান মোড়, অসকার দিঘির পাড় ও কাজীর দেউড়ি, মেডিকেলের পূর্ব গেইট, লালখান বাজার ও কাজীর দেউড়ি সড়কে ঝটিকা মিছিল করে বিএনপি নেতাকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধনতুন করে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির
পরবর্তী নিবন্ধপেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখতে নির্দেশ