চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে ৪ নেতাকর্মীকে আটক করেছে হালিশহর থানা পুলিশ।
আটককৃতরা হলেন- আবদুস সবুর (৪৫), মঈন উদ্দিন (৩৮), মোঃ রাইযান (২১) এবং মোঃ শাহেদ মজুমদার (২৯)।
সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পাহাড়তলী থানার ব্যানারে হালিশহর-পাহাড়তলী থানার সীমানা রোড়স্থ বউবাজার/পানিরকল এলাকায় ঝটিকা মিছিল বের করা হয়।
আটক আবদুস সবুর আকবরশাহ থানা জামায়াতের আমির ও সাবেক পাহাড়তলী থানা ইসলামি ছাত্র শিবিরের সেক্রেটারি, মঈন উদ্দিন পাহাড়তলী থানা শ্রমিক কল্যাণ ফেডারেশেনের সাধারণ সম্পাদক এবং অপর দু’জন মোঃ রাইযান ও মোঃ শাহেদ মজুমদার ইসলামি ছাত্র শিবিরের সাথী।
বিষয়টি নিশ্চিত হালিশহর থানার ওসি মোঃ কায়সার হামিদ দৈনিক আজাদীকে বলেন, হালিশহর-পাহাড়তলী থানার সীমানা রোড়স্থ বউবাজার/পানিরকল এলাকায় ঝটিকা মিছিল বের করাকালে তাৎক্ষণিক ধাওয়া করে মিছিলে নেতৃত্ব দানকারী দুই নেতাসহ দুই ছাত্র শিবিরের সাথীকে আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
থানা সূত্রে জানা যায়, নিবন্ধন বাতিলকৃত জামায়াতে ইসলামী বাংলাদেশ পাহাড়তলী থানার ব্যানারে হালিশহর-পাহাড়তলী থানার সীমানা রোড়স্থ বউবাজার/পানিরকল এলাকায় ভোর সাড়ে ৬টায় ঝটিকা মিছিল বের করাকালে তাৎক্ষণিক ধাওয়া করে মিছিলে নেতৃত্ব দানকারী জামায়েত নেতা আবদুস সবুর ও মঈন উদ্দিন এবং ইসলামি ছাত্র শিবিরের দুই সাথীসহ ৪ জনকে গ্রেফতার করে হালিশহর থানা পুলিশ।