মাইজভান্ডার দরবার শরীফ নিয়ে নবম শ্রেণির পরীক্ষায় বিতর্কিত প্রশ্নকারী বাওয়া স্কুলের শিক্ষক আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ আরিফ উল হাসান চৌধুরী।
আজ সোমবার সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসংত : মাইজভান্ডার অবমাননাকারী সেই শিক্ষকের বাড়ি ফটিকছড়ির হারুয়ালছড়িতে।
জানা যায়, নগরীর অন্যতম খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান বাওয়া স্কুলের সদ্য সম্পন্ন একটি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ব্যাপক কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত নবম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা (সৃজনশীল) বিষয়ের পরীক্ষায় প্রশ্নটি করা হয়। এতে মাইজভান্ডার দরবারকে বিতর্কিত করার চেষ্টা রয়েছে বলে অভিযোগ করে এই প্রশ্ন যিনি তৈরি করেছেন তাকে আইনের আওতায় আনারও দাবি জানানো হয়।
অবশ্য আগেই স্কুল কর্তৃপক্ষ উক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছিল।