ফতেনগর দক্ষিণ সুনীতি বিহারে দানোত্তম কঠিন চীবর দান

| সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ১১:০২ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলাধীন ফতেনগর দক্ষিণ সুনীতি বিহারে গত শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে প্রথম পর্বে প্রয়াত জ্ঞাতীগণের উদ্দেশে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়। এ পর্বে সভাপতিত্ব করেন ভদন্ত সোমানন্দ মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন সত্যপাল মহাস্থবির। উদ্বোধনী বক্তব্য রাখেন প্রকৌশলী সীমান্ত বড়ুয়া।

২য় পর্বে অনুষ্ঠিত হয় কঠিন চীবর দানানুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের। ধর্মদেশক ছিলেন এস প্রিয়রত্ন থেরো, ভদন্ত কে জ্যোতিমিত্র থেরো ও ভদন্ত প্রজ্ঞালংকার থেরো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স প্রাক্তন জেলা গভর্নর, কনফিডেন্স সিমেন্ট লি. এর ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের পৃষ্ঠপোষক লায়ন রুপম কিশোর বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রাক্তন মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া।

সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট সাম্যশ্রী বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সহসভাপতি সঞ্জয় বড়ুয়া পিপলু, দিদারুল ইসলাম চৌধুরী, বিদ্যুৎ বরণ বড়ুয়া, পিযুষ বড়ুয়া ও শিক্ষক পলাশ বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিউটন বড়ুয়া ও প্রতিম বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে গাড়িচালকদের সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের ১৬ বছরপূর্তি উৎসব