পোর্ট সিটি ভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা

| সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা উত্তীর্ণ করে নবীন অ্যাডভোকেট হিসেবে নিবন্ধন প্রাপ্ত আইন বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়েছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ পোর্ট সিটি ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মোট ৪০ জনকে সম্মাননাস্বরূপ সার্টিফিকেট, কালো টাই, ব্যাজ এবং ক্রেস্ট প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। গেস্ট অফ অনার ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার।বিশেষ অতিথি ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. এম মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, কলাসমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডীন প্রফেসর মাঈনুল হাসান চৌধুরী, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বডুয়া। জেলা ও দায়রা জজ ড.আজিজ আহমদ ভূঁইয়া মেধার সাথে সাথে সাফল্যের জন্যে পরিশ্রমী হতে নবীন

আইনজীবীদের পরামর্শ দেন। উপাচার্য বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে প্রচলিত ধারণাকে মিথ্যা প্রতিপন্ন করেছে তোমাদের আজকের এই কৃতিত্ব। আইন বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা পারভীনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ মো. খাইরুল আমিন, বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডাইরেক্টর আহসানুল হক রিজন, প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমদ, প্রফেসর ড. মো. ফসিউল আলম, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই উদ্যানে ১০ মাসে ১৮টি অজগর অবমুক্ত
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের গবেষণায় ডা. মাহফুজুর রহমানের ভূমিকা অসামান্য