সমপ্রতি কোক স্টুডিও বাংলায় প্রবীণ গীতিকার হাশিম মাহমুদের লেখা ও ইমন চৌধুরীর সঙ্গীতায়োজনে ‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ডুয়েট কন্ঠে ছিলেন আরফান মৃধা শিবলু ও আলেয়া বেগম। গানটিতে এবার গলায় ডগর তুলে নিলেন চট্টগ্রামের তারকা ঢোলবাদক শিবু জলদাস। চট্টগ্রাম তথা বাংলাদেশের সবখানে বাংলা ঢোল বাদনে অনন্য একটি নাম শিবু জলদাস। চট্টগ্রামে ফোক শিল্পী শফি মন্ডল কিংবা ফকিরশাহাবুদ্দিন যে শিল্পীই গান করুক না কেন শিবুর বাংলা ঢোল বাদন তাদের প্রথম পছন্দ। শিবু জলদাস জন্ম চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। পিতা রনধীর জলদাস মা বালা জলদাস। ভাই আশুতোষ জলদাসের হাতে ছয় বছর বয়সে ঢোল বাদনে হাতেখড়ি।
ঢোল ছাড়াও শিবু ডগর, তবলা, মৃদঙ্গ বাদনে পারদর্শী। কর্মরত ছিলেন রাঙ্গামাটি বেতার কেন্দ্রে। তবলার প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজাতি কালচারাল ইনস্টিটিউট বান্দরবান এ। তবলায় হাত পাকিয়েছেন ওস্তাদ ধীমান তালুকদার ও ঝুলন দত্তের কাছে। তালিকাভুক্ত শিল্পী না হয়েও শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকেই ডাক আসলেই ছুটে যান বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য টেলিভিশনে চ্যানেলে।
এতকিছুর পরেও সমপ্রতি কোক স্টুডিও বাংলায় ‘কথা কইয়ো না’ গানটিতে ডগর বাজাতে পেরে একটু বেশি উচ্ছ্বসিত শিবু। তার কারণ হিসেবে তিনি জানান, এই বাদ্যযন্ত্রটি প্রায় বিলুপ্তির পথে। তিনি আরো বলেন, আগেকার দিনে বিয়ে–শাদী, বলি খেলা সহ বিভিন্ন অনুষ্ঠানে ডগরের ব্যবহার হতো। কোক স্টুডিও বাংলার চমৎকার এ আয়োজনে তাঁকে সম্পৃক্ত করার জন্য চট্টগ্রামের আরেক গুণী মিউজিসিয়ান মিঠুন চক্র ও সংগীত পরিচালক ইমন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।