মহেশখালীতে রোটারি ক্লাব চিটাগং পোর্ট সিটির খাদ্যসামগ্রী বিতরণ

| সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

মহেশখালীর কুতুবজুম এলাকায় রোটারি অব ক্লাব চিটাগাং পোর্ট সিটি ও রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের আয়োজনে ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে গত শুক্রবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সার্বিক সহযোগিতায় ছিল রোটার‌্যাক্ট ক্লাব অব মহেশখালী।

এতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির পাস্ট প্রেসিডেন্ট মোরশেদুল আলম বাবু, ক্লাব সেক্রেটারি জাহেদুল ইসলাম, পিডিআরআর মুহাম্মদ আব্দুল আহাদ, রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির পাস্ট প্রেসিডেন্ট নাজমুল হাসান শাকিল, ভাইস প্রেসিডেন্ট কামাল হোসেন, রোটার‌্যাক্ট ক্লাব অব মহেশখালীর প্রেসিডেন্ট ইফতেখার মো. মোহাব্বত আলী, শাহেদ, সাজ্জাদ ও এহসান। এ সময় প্রায় আশি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় আগুনে পুড়েছে ৬ বসতঘর
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু