রাজাখালী থেকে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকা থেকে নগদ টাকাসহ ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে রাজাখালীর মালেক সল্ট ফ্যাক্টরির দক্ষিণ পাশে বক্কর চৌধুরী কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলোএসকান্দর মিয়া (৩৫), মো. জাহেদ (৫০), মো. মনির হোসেন প্রকাশ মাইন উদ্দিন (৫৫), শরিফুল হক (৬০), মো.আলাউদ্দিন (৩৫) ও মো. জাহাঙ্গীর (৬৫)। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ ৩ হাজার ৪০ টাকাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধউত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে বই পড়া বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় আগুনে পুড়েছে ৬ বসতঘর