আমাদের জীবনের চারটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ– কী, কেন, কখন এবং কীভাবে। সবচেয়ে বড় কথা হলো এগুলোর উপর আমাদের কোনও হাত নেই, আমাদের কন্ট্রোলে নেই। এটা সম্পূর্ণভাবে কেবলই সর্বশক্তিমান আল্লাহর ইশারায় ঘটে। তাই আমাদের কাজ হবে পরিপূর্ণ নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করা। আমাদের উপর যে দায়িত্বই চাপানো হোক না কেন আমাদের অবশ্যই অতিরিক্ত শক্তি ও আনন্দের সাথে সেগুলি পালন করা। আমরা পছন্দ করি বা না করি, যে কোনও পরিস্থিতিতে আমাদের কাজ উপভোগ করা ছাড়া কোনও বিকল্প নেই। আমাদের নতুন লক্ষ্য অর্জনের জন্য ধৈর্য্য ও অধ্যবসায় বজায় রাখতে হবে। এর ফলে একসময় আপনি অনুভব করবেন এবং লক্ষ্য করবেন যে আপনার আত্ম সংকল্প ও বহুমুখীতা বেড়েছে। এতে আপনি খুব নিজের আত্মতৃপ্তি ও প্রফুল্ল অনুভব করবেন।
আল্লাহ সুবহানাতায়ালা প্রত্যেক ব্যক্তির মধ্যে বহুবিধ প্রতিভা ও গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন। কখনো কখনো আমরা এই সত্যিটি একেবারেই ভুলে যাই এবং সম্পূর্ণভাবে আমাদের আবেগের উপর নির্ভর করে চলতে চাই। বাস্তব পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের সাহসী ও উৎসাহী হতে হবে। যেহেতু আমরা জানি ও মানি যে, আমাদের কাজের মাধ্যমে আমরা যেসকল জীবিকা অর্জন করি তা আমাদের এবাদতেরই অন্তর্ভুক্ত। তাই আমাদের যথেষ্ট গুরুত্ব ও পূর্ণ ন্যায়–বিচারের সাথে নিজ নিজ কাজ করে যাওয়া। যেকোনো ধরনের কাজের সময় আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বশক্তিমানের সাহায্য নেওয়া ও তাঁর ওপর ভরসা করা উচিত। আমাদের বিশ্বাস করা উচিত ও আত্মনিয়ন্ত্রণ হওয়া উচিত যে, সর্বশক্তিমান চাইলে একজন মানুষের পক্ষে কোনও কিছুই করা অসম্ভব নয়। আমাদের নিজেদের মধ্যে একটি চিন্তা–চেতনা ও স্লোগান তৈরি করা উচিত যে, ‘হ্যাঁ আমরা পারি’। হে সর্বশক্তিমান, আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আপনি উত্তম সাহায্য করুন।