টেকনোক্র্যাট তিন মন্ত্রীর পদত্যাগ

| সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

মন্ত্রিসভার টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রীপ্রতিমন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগে তারা পদত্যাগপত্র জমা দেন। তারা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। খবর বাংলানিউজের।

নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় গতবারের মতো এবারও টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পাওয়া মন্ত্রীরা পদত্যাগ করলেন। এদের মধ্যে দুজন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তারা মন্ত্রী পরিষদ বিভাগে জেনে নেওয়ার কথা বলেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কেউ আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেননি। তিনজনের পদত্যাগপত্র গৃহীত হলে মন্ত্রিসভায় মন্ত্রীদের সংখ্যা দাঁড়াবে ২৩ ও প্রতিমন্ত্রীদের সংখ্যা দাঁড়াবে ১৮ জনে।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোট হবে আগামী ৭ জানুয়ারি।

পূর্ববর্তী নিবন্ধতিন আসনে মনোনয়ন ফরম নেওয়ার ব্যাখ্যা দিলেন নাছির
পরবর্তী নিবন্ধদ্বিতীয় দিনে ৯৬ জন নিলেন আ. লীগের মনোনয়ন ফরম