সাতকানিয়ায় পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথার দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট বটগাছি এলাকার ইউনুস আলীর ছেলে আরিফ হোসেন (৩৪) ও বরিশালের উজিরপুর কাউরেখার স্বচিন্দ্র নাথ বৈরাগীর ছেলে মন্মথ বৈরাগী (৩৫)। আরিফ আরএফএল এবং মন্মথ বৈরাগী রয়েল প্লাস্টিক কোম্পানির সাতকানিয়া–লোহাগাড়ার মার্কেটিং অফিসার পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল আরিফ ও মন্মথ পেশাগত কাজে মোটরসাইকেল যোগে সাতকানিয়ার কেরানীহাট থেকে লোহাগাড়ায় যাচ্ছিলেন। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের ড্রিম হাউস কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরিফ হোসেন ঘটনাস্থলে মারা যান। মন্মথ বৈরাগীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খাঁন মুহাম্মদ ইরফান জানান, পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুজনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।