যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশার অঙ্গরাজ্যের একটি মানসিক হাসপাতালে গোলাগুলিতে ২ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার এক বন্দুকধারী রাষ্ট্রায়ত্ত হাসপাতালটির লবিতে প্রবেশ করেই গুলি ছোড়ে। এতে হাসপাতালের এক নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়। এসময় অঙ্গরাজ্যটির এক নিরাপত্তা কর্মকর্তা পাল্টা গুলি ছুড়লে হামলাকারীরও মৃত্যু হয়। কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালটিতে নিযুক্ত ওই কর্মকর্তা সন্দেহভাজনকে তাৎক্ষণিকভাবে বাধা দেন এবং গুলি করেন, এতে হামলাকারী নিহত হয়। গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তা কোনো আঘাত পাননি। বিবিসি জানিয়েছে, পুলিশ হামলাকারীর নাম বা সে কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে তা প্রকাশ করেনি। খবর বিডিনিউজের।