মীরসরাইয়ে মৃত শিশুর পরিবারকে নির্বাহী কর্মকর্তার অনুদান

সবজি ও পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১৯ নভেম্বর, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে মিধিলির ঝড়োহাওয়ায় গাছের ঢাল পড়ে নিহত শিশুর পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। নিম্নচাপ মিধিলির প্রভাবে উপজেলা ব্যাপী শুক্রবার প্রচন্ড ঝড়োহাওয়ায় অনেক স্থানে গাছপালা উপড়ে যায়। উপজেলার সর্বত্র মাঠে পেকে যাওয়া আমন ধান মাঠে শুয়ে গেছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মৌসুমি সবজির চারা।

মিধিলির সার্বিক বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, খবর পেয়ে রাতেই আমি নিহত শিশুর পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছি। কৃষকদের জন্য ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে। খৈয়াছরা গ্রামের কৃষক আরিফুল ইসলাম (৪৮) বলেন, পনের দিন আগে রোপন করা ফুলকপি ও বাধা কপির চারাগুলো পানি জমে ডুবে গেছে। এতে অনেক চারা মরে যাবার আশংকা রয়েছে। আবার মরিচ, টমেটো আর লালশাকের ক্ষেতগুলোও নষ্ট হয়ে গেছে। দুর্গাপুর গ্রামের কৃষক আনোয়ারুল করিম ( ৪৪) জানান, মাঠের ধানগুলো পরিপূর্ণ হয়ে এসেছে প্রায়। তবে অনেক ধান পরিপূর্ণতা পায়নি সেগুলো যেখানে শুয়ে গেছে সেখানে চিটা বেশী হবে। উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন আমরা আমন ধান ও মৌসুমী সবজি চাষিদের চলমান এই বৈরী আবহাওয়া কাটিয়ে উঠতে বিভিন্ন পরামর্শ দিয়ে চলেছি। সকল সুপারভাইজারদের এই বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা কৃষি সুপারভাইজার কাজী নুরুল আলম বলেন, উপজেলায় এবার ১০৫০ হেক্টর জমিতে মৌসুমী সবজি চাষ হয়েছে। এই নিম্নচাপে অন্ত:ত ১০ হেক্টর জমির ফলন বেশী ক্ষতি হয়েছে। তবে কৃষকরা ক্ষতিগ্রস্ত জমিতে আবারো দ্রুত চারা রোপণ করার সময় রয়েছে , এতে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধসরকারি মুসলিম হাই স্কুল প্রাক্তন ছাত্র সমিতির গুণীজন ও কৃতী ছাত্র সংবর্ধনা
পরবর্তী নিবন্ধভূপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধির ফলে বন্যা নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে