চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে ৩ দিনব্যাপী ‘৭ম যন্ত্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স’ গতকাল ১৭ নভেম্বর প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সম্পন্ন হয়। কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন কনফারেন্সের টেকনিক্যাল কো– চেয়ার অধ্যাপক জামাল উদ্দিন আহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। বক্তব্য রাখেন অধ্যাপক ড. বদিউস সালাম, অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন এবং অধ্যাপক ড. প্রসেঞ্জীত দাশ। এছাড়া বক্তব্য রাখেন ভারতের আইআইটি খড়গপুরের অধ্যাপক ড. সুমন চক্রবর্তী এবং আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড এ.বি.এম. তৌফিক হাসান, এ. কে. ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিসের ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমানুল্লাহ ও বিএসআরএমের প্রতিনিধি মো. শামসেদ তিবরিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী আশরাফ মাহমুদ রায়েদ ও আশরাফুল জান্নাত আঁখি।প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে গবেষণার মাধ্যমে নতুন–নতুন জ্ঞান সৃষ্টি করা এবং সকলের মাঝে ছড়িয়ে দেওয়া। বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষণা ও প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি ও চ্যালেঞ্জ সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যায়। যার ফলে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের করণীয় সম্পর্কে ওয়াকিবহাল হতে পারে। পাশাপাশি এই কনফারেন্স তরুণ গবেষক ও শিক্ষার্থীদের বিকশিত করার জন্য একটা চমকপ্রদ প্ল্যাটফর্ম। প্রেস বিজ্ঞপ্তি।