চট্টগ্রাম বধির উন্নয়ন সংঘের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ১৭ নভেম্বর নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল– র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। থিয়েটার ইন্সটিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. কাজী নাজিমুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন– বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সহ সভাপতি ফিরোজ আহমেদ, কৃষ্টি–প্রতিবন্ধী মানুষের স্বাধীন জীবনযাত্রা কেন্দ্রের সভাপতি
সাবরিনা সুলতানা, পশ্চিমবঙ্গ বধির সংঘের অবৈতনিক সাধারণ সম্পাদক ষুভেন দাস মোদক। সভাপতিত্ব করেন কাউন্সিলর ও চট্টগ্রাম বধির উন্নয়ন সংঘের সভাপতি মোহাম্মদ সলিম উল্লাহ বাচ্চু। উপস্থিত ছিলেন সংঘের সহ সভাপতি স্বাধীন বিশ্বাস, সাধারণ সম্পাদক নিমাই বনিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।