ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছিল ট্রলার, ১৮ জেলে উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ১৯ নভেম্বর, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

জরুরি সেবা ৯৯৯এ কল পেয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ট্রলার থেকে ১৮ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে প্রায় ১৮ ঘণ্টা ধরে ভাসতে থাকা ফিশিং ট্রলার থেকে তাদের জীবিত উদ্ধার করা হয়।

গতকাল শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড কঙবাজারের স্টেশন কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার সালমান ছিদ্দিকী স্বাধীন এসব তথ্য জানান। তিনি বলেন, গত সোমবার কক্সবাজার শহরের টেকপাড়া মাঝেরঘাট থেকে রহুল আমিন মাঝির নেতৃত্বে এফবি “মায়ের দোয়া” নামের একটি মাছধরার ট্রলার সাগরে মাছ আহরণ করতে যায়। শুক্রবার ঘূর্ণিঝড় মিধিলি আঘাত শুরু করলে ১৮ মাঝি মাল্লা নিয়ে ফিশিং ট্রালারটি কূলের দিকে নিরাপদে ছুটতে থাকে। মাঝপথে সাগরের ২৬ নটিক্যাল মাইল দূরে ট্রলারের ইঞ্জিনের পাখাটি নষ্ট হয়ে যায়। বঙ্গোপসাগরে ভাসতে থাকা ট্রলারটির মাঝি জরুরি সেবা ৯৯৯এ ফোন করলে কোস্টগার্ড উদ্ধারে নামে।

শুক্রবার মধ্যরাতে কক্সবাজার ইনানী পয়েন্ট থেকে তাদের উদ্ধার করা হয়। ১৮ জেলেকে চিকিৎসা দেয়া হয়েছে। পরে তাদের ট্রলারের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বিএনপির ঝটিকা মিছিলে আ. লীগের ধাওয়া
পরবর্তী নিবন্ধশুধু চসিকের উদ্যোগে সড়ক নিরাপদ হবে না