দুই দশক ধরেই ‘সিন্ডিকেট করে’ নিত্যপণ্যের দাম বাড়াতে যে তুমুল আলোচনা চলছে, সেই সিন্ডিকেট বন্ধ করা সহজ নয় বলে দাবি করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তার দাবি, বাস্তবসম্মত কারণেই অনেক কিছু করা যায় না। শনিবার রাজধানীতে কোম্পানি আইন ১৯৯৪ সংষ্কার বিষয়ে এক সেমিনারে এই কথা বলেন তিনি।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ– ডিসিসিআই আয়োজিত সেমিনারটি হয় মতিঝিলে ব্যসায়ীদের সংগঠনের নিজস্ব কার্যালয়ের মিলনায়তনে। খবর বিডিনিউজের।
মূল্যস্ফীতির পেছনে বাজার কারসাজির যে অভিযোগ, সে প্রসঙ্গ টেনে বাণিজ্য সচিব বলেন, ‘সিন্ডিকেট বন্ধ করা সহজ নয়, এটা অনেক বড় বিষয়। এসব নিয়েই বাজার চলে। বাস্তবসম্মত কারণেই অনেক কিছু করা যায় না।’ তবে সিন্ডিকেট যেন মাথাচাড়া না দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবেও মন্তব্য করেন তিনি। সেমিনারে কোম্পানি অবলুপ্ত ও একীভূতকরণে আইনি প্রক্রিয়া নির্ধারণসহ বিদ্যমান কোম্পানি আইন সংস্কার করে আধুনিকায়নে একগুচ্ছ প্রস্তাব উঠে আসে।