ছেলের জন্য দলীয় মনোনয়ন ফরম নিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৯ নভেম্বর, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় প্রার্থীদের মাঝে গতকাল থেকে দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু করলে মীরসরাই আসনের বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিজে দলীয় মনোনয়নপত্র নেননি। তিনি নিজে উপস্থিত থেকে এই আসনের জন্য তাঁর ছেলে উত্তর জেলা আওয়ামীলগের সদস্য মাহবুবুর রহমান রুহেলের মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।

গত শুক্রবার রাতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সাথে মনোনয়ন নিয়ে কথা হলে তিনি বলেন, ‘এবার আমি নির্বাচন করবো না, আমার ছেলে মাহবুবুর রহমান রুহেল করবে। আমি নেত্রীকে (আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বলেছি। দেখা যাক।’ আমি তো আছি। আমি ওকে পরিচালনা করবো। আমি ওকে আমার মতো করে গড়ে তুলেছি।’

উল্লেখ্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি মীরসরাই আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ছিলেন সরকারের বেশ কয়েকবার মন্ত্রীও।

পূর্ববর্তী নিবন্ধশহীদ মিনারকে বিজয় দিবসের আগে দৃশ্যমান করার নির্দেশ মেয়রের
পরবর্তী নিবন্ধনির্বাচনী যাত্রায় আওয়ামী লীগ