নগরীতে দুটি গাড়িতে আগুন

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৯ নভেম্বর, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

নগরীর কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজায় একটি পিকআপে এবং চান্দগাঁও থানাধীন পেপসি গেইট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধা ৭টা ৪০ মিনিট এবং রাত ৯টায় পৃথক এ দুটি ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে চলন্ত একটি পিকআপে আগুন লাগে। খবর পেয়ে লামাবাজার ফায়ার স্টেশনের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পিকআপটিতে আগুন লাগার ফলে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫ লাখ টাকার সম্পদ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। লামাবাজার ফায়ার স্টেশনের লিডার রহমত উল্লাহ আজাদীকে বলেন, শাহ আমানত সেতু এলাকায় একটি পিকআপে আগুন লাগলে আমাদের টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

চান্দগাঁও থানাধীন পেপসি গেইট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এতে কেউ হতাহত হয়নি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, পেপসি গেইট এলাকায় একটি বাসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ধারণা করছে, গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। তবে কোনো নাশকতা ছিল কিনা তা খুঁজে দেখব। নাশকতা হয়ে থাকলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

উল্লেখ্য, আজ সকাল থেকে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে। এর আগের দিন পিকআপ ও বাসে আগুনের ঘটনা ঘটল।

পূর্ববর্তী নিবন্ধজাপার মনোনয়ন দেবেন জি এম কাদের, ফের মহাজোটে চোখ রওশনের
পরবর্তী নিবন্ধবিএনপির ৪৮ ঘণ্টার হরতাল আজ থেকে