সাজেকে চাঁদের গাড়ি উল্টে আহত ৫

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ১৮ নভেম্বর, ২০২৩ at ৫:০৮ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে একটি পর্যটকবাহী জিপ (চাঁদের) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েছে। এই ঘটনায় গাড়িতে থাকা ৫ পর্যটক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র থেকে খাগড়াছড়িতে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল হক বলেন, দুপুর আনুমানিক আড়াইটার দিকে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র থেকে একটি পর্যটকবাহী চাঁদের (জিপ) নামার পথে হাফছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই ঘটনায় গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।

তবে স্থানীয় সূত্র জানিয়েছে, জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ৫ পর্যটক আহত হয়েছেন।

এর আগে, গত ২ অক্টোবর বাঘাইছড়ি উপজেলায় একটি মালবাহী ডাম্পার ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আরোহী নিহত হয়েছেন।

একই দিন একই সড়কের একুইজ্জ্যাছড়ি এলাকায় একটি পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) উল্টে বেশ কয়েকজন আহত হন। উঁচু-পাহাড়ি পাহাড়ি সড়কটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এক লেনের এই সড়কটি দিয়ে পর্যটকবাহী যানবাহন ও স্থানীয়দের পরিবহনকারী গাড়ি চলাচল করে থাকে। এক লেনের সড়কটি দুই লেনে উন্নীত করার দাবি রয়েছে পর্যটন সংশ্লিষ্টদের।

পূর্ববর্তী নিবন্ধজোটবদ্ধ নির্বাচন করবে আওয়ামী লীগ
পরবর্তী নিবন্ধইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছিল ট্রলার, ১৮ জেলে উদ্ধার