ফুটবল খেলোয়াড় সমিতির স্মার্ট কার্ড নিলেন আকরাম খান

| শনিবার , ১৮ নভেম্বর, ২০২৩ at ১০:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আকরাম খান। কিন্তু ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন একজন ফুটবলার। শুধু ফুটবলারই নন একজন ভাল ফুটবলাার। কিন্তু ক্রিকেটের প্রতি টানে চলে গেলে ফুটবল ছেড়ে। নাহয় ক্রিকেটের মত ফুটবলেও জাতীয় দলে খেলতে পারতেন আকরাম খান। ফুটবল ছেড়ে দিলেও ফুটবলের সাথে তার রয়েছে নিবিড় সম্পর্ক। আর সে হিসেবে চট্টগ্রাম জেলা ফুটবল খেলোয়াড় সমিতির একজন সদস্য। গত কিছুদিন আগে থেকে সমিতির সদস্যদের স্মার্ট কার্ড প্রদান করা হচ্ছে। গতকাল আকরাম খানের হাতে তুলে দেওয়া হলো সে স্মার্ট কার্ড। চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি ড. নেচারউদ্দিন আহমেদ মঞ্জু এবং সাধারন সম্পদক হাসান মুরাদ স্মার্ট কার্ড তুলে দেন আকরাম খানের হাতে। এসময় ফুটবল খেলোয়াড় সমিতির অণ্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফুটবল খেলোয়াড় সমিতির এমন কর্মসূচির প্রশংসা করেন দেশের ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তী। তিনি এ ধরনের কর্মকান্ড আরো অব্যাহত রাখার জন্য সমিতির কমকর্তাদের আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ জিততে হলে চাপ সামলাতে হবে ভারতকে
পরবর্তী নিবন্ধভারতকে হারানোর কৌশল জানা আছে অস্ট্রেলিয়ার