বৃদ্ধাশ্রমে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের উপহার প্রদান

| শনিবার , ১৮ নভেম্বর, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদ ও রেডক্রিসেন্টের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, যে কোনো ভালো কাজেই প্রাণের প্রশান্তির পাশাপাশি পরকালের অপার শান্তিও নিশ্চিত করা হয়েছে। যে যতো ভালো কাজ করবে ততো ভালো কর্মফল তার জন্য উপহার হিসেবে জমা হবে।

গত ১৫ নভেম্বর রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের উদ্যোগে নগরীর শীতল ঝর্ণা আবাসিক এলাকাস্থ ৩নং সড়কে অবস্থিত বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে অনাড়ম্বর আয়োজনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বৃদ্ধাশ্রমটিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান নাসিমা আখতারের সভাপতিত্বে সূচনা বক্তব্য দেন, রোটারিয়ান শওকত বাঙালি।

ক্লাবের ডিরেক্টর কমিউনিটি সার্ভিস ও ক্লিনিক্যাল পুষ্টিবিদ রোটারিয়ান পিপি হাসিনা আক্তার লিপির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, রোটারি৩২৮২’র জেলা সেক্রেটারি মো. আকবর হোসাইন, ক্লাব এসাইন অ্যাসিস্ট্যান্ট গভর্নর জয় দেব চন্দ্র দাস জয়, পিপি কামরুল ইসলাম, রোটারিয়ান চম্পাকলি বড়ুয়া, নির্মূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সয়েম, শহীদুল ইসলাম পিন্টু, হারুন জালালাবাদী, মো. বখতেয়ার, মনি, রহিম বাদশা প্রমুখ। কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মাওলানা গোলামুর রহমান রব্বানী। অনুষ্ঠানে ১টি এলইডি টেলিভিশন, এগজাস্ট ফ্যান, কম্বল, রোটারি জেলা সেক্রেটারি মো. আকবর হোসাইন এবং কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু আর্থিক অনুদান প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘাগড়াকুল সাধনানন্দ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব
পরবর্তী নিবন্ধএকটি সংযোগ সড়কে তিন ইউনিয়নের ভাগ্য বদল