স্থপতি আশিক ইমরানের মায়ের ইন্তেকাল

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৮ নভেম্বর, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এম. আবদুল্লাহর সহধর্র্মিণী ও স্থপতি আশিক ইমরানের মা আফসারুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহেরাজেউন)। গতকাল শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। দুই ছেলে ও এক কন্যা সন্তানের জননী মরহুমা আফসারুন নেছা ওমরগণি এমইএস কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম এম রেজাউল করিম চৌধুরীর ছোট বোন ও নগর পরিকল্পনাবিদ ও স্থপতি আশিক ইমরানের মা। গতকাল এশার নামাজের পর রাউজান পটিয়াপাড়া জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। আফসারুন নেছার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধপীরজাদা সৈয়দ আরাফাতুল হক