রেডিসনে ওয়েডিং অ্যান্ড লাইফ স্টাইল এক্সপোতে ব্যাপক সাড়া

আজ সমাপনী

| শনিবার , ১৮ নভেম্বর, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

এম অ্যান্ড এম বিজনেস আয়োজিত নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসনে তিনদিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফ স্টাইল এক্সপো শেষ হচ্ছে আজ শনিবার। এক্সপো আজ সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এম অ্যান্ড এম বিজনেসের সিইও মানজুমা মোর্শেদ জানান, এক্সপোতে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি আজ সমাপনী দিবসে আশানুরূপ সাড়া মিলবে। আধুনিক মানুষ মানে ফ্যাশন সচেতন। নানা অনুষ্ঠানকে ঘিরে পোশাকআশাকে চাই বৈচিত্র্যের সমাহার, গায়ে হলুদ, বিয়ে, বৌভাতসহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য শপিং একটি বড় বিষয়। নতুন পোশাক, জুয়েলারি এবং জুতা থেকে শুরু করে নানা আয়োজন নিয়ে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই এক্সপো। চট্টগ্রামের খ্যাতি সারা দেশে আছে। চট্টগ্রামের বিয়ে মানেই রাজকীয় আয়োজন। তারই ধারাবাহিকতায় এ মেলার আয়োজন। ওয়েডিং অ্যান্ড লাইফ স্টাইল এক্সপো প্রদর্শনীতে সকল প্রকার সুযোগসুবিধা নিশ্চিত করে কেনাকাটার অভিজ্ঞতাকে সহজতর করবে। উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্য সেতুবন্ধন সৃষ্টি হবে। ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে এই এক্সপো। নারীরা এখন ঘরে বসে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে ব্যবসা করে। দেশের অর্থনীতিতে বৃহৎ আকারে ভূমিকা রাখছে। চট্টগ্রামের জনগণ এই এক্সপোগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। এই এক্সপোর মাধ্যমে তাঁদের প্রত্যাশা পূরণ হবে।

এই এক্সিবিশনে দেশবিদেশের ৭০ জন স্বনামধন্য নারী উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, ব্র্যান্ড কোম্পানি ও জুয়েলারি বিশেষজ্ঞ, ফার্নিচার ব্র্যান্ড সবই এক্সপোতে অংশ নিচ্ছেন। বিখ্যাত ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছেমিরেল্লা বাই সামিহা, ওমেনস নিড, আনাকাহ, ভেনেটো ফার্নিচার বিডি, অপ্সরা ফ্যাশন হাউজ, ইউ বাই এম্ব্রেলা, বাজার ৩৬০, নেমালি, ড্রিমওয়েব বাই সিমি, ড্যাজেল বাই সোনিয়া, আফরিন, এস্টে মেডিকেল বাংলাদেশ, কুইন্স মডেস্টি, হোয়াই সো সানজিদা এবং কেপ টাউন ফ্যাশন হাউস। এছাড়া প্রায় প্রতিটি বিষয়েই থাকবে বিশেষ ছাড় ও প্রিবুকিং ডিসকাউন্ট।

পৃষ্ঠপোষকদের মধ্যে অন্যতম টাইটেল পার্টনার ফিট এলিগেন্স, প্লাটিনাম স্পন্সর এস্টে মেডিকেল বাংলাদেশ, গোল্ড স্পন্সর ইউনিলিভার বাংলাদেশ, সিলভার পার্টনার রবি, পেমেন্ট পার্টনার বিকাশ।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ৫ হাজার শিক্ষার্থীর জন্য শিক্ষক ২৩ জন
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি হামলায় ফের বন্ধ ত্রাণ তৎপরতা