‘ডাকাতি’র দেড় মাস পর চুরির মামলা নিল পুলিশ

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৮ নভেম্বর, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক গ্রামের একটি বাড়িতে চুরির ঘটনায় মামলা দায়েরে সময় লেগেছে প্রায় দেড়মাস। গত ২৬ সেপ্টেম্বর সংঘটিত ঘটনায় তখন ৫ জনের নাম উল্লেখ করে ডাকাতির মামলা রুজু করতে চান ভুক্তভোগী। ঘটনার দেড় মাস পর গত বৃহস্পতিবার এ ঘটনায় চুরির মামলা নিয়েছে পুলিশ।

মামলার এজহার থেকে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ভোর রাতে উপজেলার গুয়াপঞ্চক গ্রামের মেরিন সার্ভিস ম্যানেজার হাসানুজ্জামান খানের বাড়িতে একদল চোর গৃহপরিচারিকার সহযোগিতায় ঢুকে প্রায় ৬ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনার প্রায় দেড় মাস পর বৃহস্পতিবার ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে অভিযুক্ত করে আনোয়ারা থানায় মামলা করেন গৃহকর্তা হাসানুজ্জামান খান।

মামলার বাদী হাসানুজ্জামান খান বলেন, ঘরের টিন কেটে তারা (আসামিরা) ভেতরে প্রবেশ করে। বার বার ডাকাতির মামলা করতে চাইলেও পুলিশ বলেছে যেহেতু কোনো মারামারি, গোলাগুলি হয়নি তাই চুরির মামলা রেকর্ড হবে।

মামলার তদন্ত কর্মকর্তা মো. সোলায়মান জানান, তিনি গতকাল শুক্রবার মামলার নথি হাতে পেয়েছেন। এ বিষয়ে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা গ্রহণ করবেন। মামলা দায়েরে দেরির কারণ সম্পর্কে তিনি জানেন না বলে মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় অন্ধকারে ৯০ হাজার গ্রাহক
পরবর্তী নিবন্ধসাড়ে ৫ হাজার শিক্ষার্থীর জন্য শিক্ষক ২৩ জন