আগামী সংসদ নির্বাচনে ভোটার প্রতি গড় ব্যয় ১০ টাকা ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন; তবে তা কোনোভাবেই ২৫ লাখ টাকার বেশি হতে পারবে না। প্রার্থীদের নির্বাচনী ব্যয় সংক্রান্ত এ প্রজ্ঞাপন তফসিল ঘোষণার দিন বুধবারই জারি করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী দলীয় অনুদানসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী খরচ ২৫ লাখ টাকার বেশি হবে না। যেহেতু নির্বাচনী ব্যয় ভোটারপ্রতি হারে নির্ধারিত হওয়ার বিধান রয়েছে, সেহেতু ইসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটারপ্রতি নির্বাচনী ব্যয় ১০ টাকা নির্ধারণ করল। এ নির্বাচনে ৩০০ আসনে ভোটার রয়েছে প্রায় ১১ কোটি ৯৭ লাখ। খবর বিডিনিউজের।
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, প্রতি আসনে দল ও স্বতন্ত্র প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা নির্বাচনী ব্যয় করতে পারবে। আরপিওতে বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ব্যয় তার নির্বাচনী এলাকার ভোটার সংখ্যার ভিত্তিতে মাথাপিছু হারে নির্ধারণ করা হবে। “এর মানে মাথাপিছু হারে ১০ টাকা নির্বাচনী ব্যয় বিবেচনায়– ৭ লাখ ভোটারের নির্বাচনী এলাকাতেও প্রার্থী কোনোভাবেই ৭০ লাখ টাকা ব্যয় করতে পারবেন না। আবার ২ লাখ ভোটারের নির্বাচনী এলাকার প্রার্থীদের ব্যয় ভোটারপ্রতি ১০ টাকা বিবেচনায় ২০ লাখ টাকা ব্যয় করতে পারবেন।”