স্ত্রী, শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে স্বামীর মামলা

মানসিক নির্যাতনের অভিযোগ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ নভেম্বর, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

যৌতুক দাবি ও মানসিক নির্যাতনের অভিযোগে স্ত্রী, শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছেন স্বামী। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রুমানা আক্তারের আদালতে রাজীব মজুমদার নামে ওই ব্যক্তি মামলাটি দায়ের করেন। রাজিব পেশায় একজন ব্যবসায়ী। অভিযুক্তরা হলেন, স্ত্রী হ্যাপি দাস, শাশুড়ি ববিতা রানী দাস ও শ্বশুর লোকনাথ চন্দ্র দাস।

বাদীর আইনজীবী স্বরুপ কান্তি নাথ এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলাটি আমলে নিয়ে আদালত সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। আদালত সূত্র জানায়, গত বছরের ৭ ফেব্রুয়ারি রাজীব মজুমদার ও হ্যাপির মধ্যে বিয়ে হয়। পরে পারিবারিক কলহ শুরু হয় এবং হ্যাপি কয়েক মাস আগে ব্যাংকে ১৫ লাখ টাকার একটি এফডিআর খুলতে রাজীবকে চাপ দিতে থাকেন। এছাড়া পাহাড়তলীতে থাকা রাজীব মজুমদারের নিজস্ব আবাসিক ভবনের অর্ধেক অংশ নিজের নামে নিবন্ধন করতে চাপ দিতে থাকেন। সম্পত্তি লিখে না দিলে নারী নির্যাতন ও যৌতুকের মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও এজহারে উল্লেখ করেন ভুক্তভোগী রাজিব মজুমদার।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় হামলার ঘটনায় অ্যালেন শামীমের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১
পরবর্তী নিবন্ধপটিয়ায় হুইপ সামশুল হকের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা