নব আনন্দে নবান্ন উৎসব

| শুক্রবার , ১৭ নভেম্বর, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

বাংলার আবহমান কালের ঐতিহ্য নবান্ন উৎসব। হেমন্তে নতুন ধান আসে কৃষকের ঘরে। গ্রামের আবহে শহরে নবান্ন উৎসবের আয়োজন করা হয় গতকাল বৃহস্পতিবার। জেলা শিল্পকলা একাডেমি এই আয়োজন করা হয়। অনুষ্ঠানসূচিতে ছিল নবান্নের গান, কথামালা, আবৃত্তি ও নৃত্য। জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে কথামালা পর্বে শুভেচ্ছা কথনে অংশ নেন, বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ উদ্দিন ও চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘরের উপপরিচালক কামকীপার ড. মো. আতাউর রহমান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি সঙ্গীতদল ও ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ। সঙ্গীত পরিচালনায় ছিলেন সঙ্গীতশিল্পী ও প্রশিক্ষক আবদুর রহিম, মো. মোস্তফা কামাল, অপু বর্মন। দলীয় নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল ও নৃত্যরূপু একাডেমি। নৃত্য পরিচালনায় ছিলেন নৃত্যশিল্পী স্বপন দাশ, প্রমা অবন্তী ও প্রিয়াংকা বড়ুয়া। একক সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী অনুপম দেবনাথ পাভেল, শিউলী মজুমদার, ডা. বিবরণ দাশ, কেকা দৃষ্টি শর্মা ও অংকিতা আচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী ফাতেমাতুজ জোহরা পুষ্প। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে রেল লাইন থেকে অস্ত্রসহ একজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধটাঙ্গাইলে নাশকতার আগুনে পুড়ল কমিউটার ট্রেন