পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চিকিৎসক ও ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের। আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল বৃহস্পতিবার হাটহাজারী, চকরিয়া ও উখিয়ায় এ দুর্ঘটনা ঘটে। চকরিয়া ও কক্সবাজার প্রতিনিধি জানান, চকরিয়ায় যাত্রীবাহী মাইক্রোবাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ডা. সৈয়দুল উমাম প্রকাশ ভূট্টু (৩৬) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। এসময় আরও প্রায় ৮জন যাত্রী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের ডা. ছৈয়দুল লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ার মরহুম শাহাজাহান চৌধুরীর কনিষ্ট ছেলে এবং চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের চিকিৎসক।
জানা যায়, ডা. সৈয়দুল উমাম সকালের দিকে লোহাগাড়া স্টেশন থেকে মাইক্রোবাস যোগে কক্সবাজার যাচ্ছিল। প্রতিমধ্যে মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল নামক এলাকায় পৌঁছলে একটি পিকআপের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চিকিৎসক সৈয়দুল উমাম।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও দুর্ঘটনায় মাইক্রোবাসের আরো ৮ জন যাত্রী আহত হলে তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করায় তাৎক্ষণিক ভাবে নাম পরিচয় পাওয়া যায়নি।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেয়া হচ্ছে। দুর্ঘটনা পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে সিএনজি অটোরিকশা উল্টে সাইফুল আলম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে হাটহাজারী–নাজিরহাট মহাসড়কের মুন্সির মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল এক্সিম ব্যাংক নাজিরহাট শাখার সহকারী কর্মকর্তা। সে ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খন্দকিয়া গ্রামের নুর আলমের ছেলে।
জানা যায়, গতকাল অফিস শেষে করে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন সাইফুল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে সড়ক পিচ্ছিল হওয়ায় সিএনজিটি উক্ত স্থানে উল্টে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রিফাত আরা পপি এই ব্যাংক কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাটহাজারী থানার উপ–পরিদর্শক মো. বেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এর মধ্যে উপস্থিত লোকজন নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এক্সিম ব্যাংক নাজিরহাট শাখার ব্যবস্থাপক মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উখিয়া প্রতিনিধি জানান, উখিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. রিদুয়ান (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বড়বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিদুয়ান ওই এলাকার নাজির হোসেনের ছেলে। মরিচ্যা বাজারে তার একটি সাউন্ড সিস্টেমের দোকান ছিল।
স্থানীয়রা জানান, গতকাল সকালে দোকান থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিল রিদুয়ান। এ সময় ঘটনাস্থলে একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক দিয়ে আসা দ্রুতগামী একটি সিএনজির সাথে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। এসময় গাড়ি থেকে ছিটকে পড়ে যায় রিদুয়ান এবং মাথায় আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।