বিএসসির বহরে যুক্ত হবে ২১টি জাহাজ

চট্টগ্রামে এজিএমে নৌ পরিবহন প্রতিমন্ত্রী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ নভেম্বর, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি) দেশের প্রধান শিপিং সংস্থায় পরিণত করতে সরকার কাজ করছে বলে উল্লেখ করে বলেন, রাষ্ট্রায়ত্ত্ব এই সংস্থার বহরে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ২১টি সমুদ্রগামী জাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তিনি গতকাল সকালে নগরীর রেডিসন ব্লু চিটাগাং বে ভিউর মোহনা হলরুমে বিএসসির ৪৬তম বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখছিলেন। তিনি সংস্থার শেয়ার হোল্ডারদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বিএসসি লাভজনক সংস্থা। এবার ২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করা হয়েছে। ভবিষ্যতে আয় বাড়লে লভ্যাংশ আরো বাড়বে।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি বিএসসি প্রতিষ্ঠা করেছিলেন। আন্তর্জাতিক নৌপথে নিজস্ব জাহাজ দিয়ে আমদানিরপ্তানি পরিচালনা করতে বিএসসি গড়েছিলেন তিনি।

এমভি বাংলার দূত বিএসসির প্রথম জাহাজ ছিল। কোভিডকালে আমাদের অনেক সংকট মোকাবেলা করতে হয়েছে। আমরা ছয়টি জাহাজ কিনেছি। আরো ২১টি জাহাজ কিনে আমরা বিএসসির বহরকে সমৃদ্ধ করবো।

বিএসসির উন্নয়নে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেল উদ্বোধন হয়েছে, প্রথম টার্মিনালের ভিত্তি স্থাপন হয়েছে, চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল উদ্বোধন হয়েছে, বে টার্মিনালের মাস্টারপ্ল্যান কার্যক্রম শুরু হয়েছে, মাতারবাড়ীতে ভাসমান এলএনজি টার্মিনাল হয়েছে, এলএনজি পরিবহনে পরিকল্পনা নেওয়া হয়েছে ও ফ্ল্যাগ ভ্যাসেল অ্যাক্ট অনুযায়ী পণ্য পরিবহনে বিএসসি অগ্রাধিকার পাবে।

শেয়ার হোল্ডারদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ আমাদের কাম্য জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, কৈবল্যধামে বিএসসির নিজস্ব আনসার ক্যাম্প প্রতিষ্ঠা হয়েছে। অবৈধ দখল উচ্ছেদ করে কর্মকর্তা কর্মচারীদের আবাসনের ব্যবস্থা করা হবে। খুলনায় ১১ দশমিক ৭৩ কাঠায় বিএসসির শপিং কমপ্লেঙ তৈরি হয়েছে। এ জায়গার অসম চুক্তি হয়েছিল। তা বাতিল করে বিএসসির মালিকানা প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি বলেন, বিএসসির জাহাজে মেরিন একাডেমির ক্যাডেট নিয়োগ করা হচ্ছে। নারী ক্যাডেটদের এক বছরের প্রশিক্ষণ দিচ্ছে। পৃথিবীর নবম মেরিটাইম ইউনিভার্সিটি চট্টগ্রামে গড়ে তোলা হচ্ছে। চারটি নতুন মেরিন একাডেমি করেছে সরকার। আরও তিনটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। মেরিটাইম সেক্টরে দক্ষ জনশক্তি গড়তে সরকার কাজ করছে।

শেয়ার হোল্ডারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আস্থা ও বিশ্বাস রেখেছিলেন। ২০২২২৩ অর্থবছরে বিএসসির শেয়ার হোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ এজিএমে অনুমোদন হয়েছে। কর সমন্বয়ের পর ২৪৬ কোটি ২৯ লাখ টাকা নিট লাভ হয়েছে। ৩১৮তম সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়েছিলাম রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে করার। আগামীতে সাগরে ভেসে ভেসে এজিএম করার পরিকল্পনা রয়েছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মো. জিয়াউল হক বলেন, ২০২২২৩ অর্থবছরে মোট আয় ৬৬৭ দশমিক ২৩ কোটি টাকা। মোট ব্যয় ৩৭৫ দশমিক ৬৪ কোটি টাকা। এর আগের অর্থবছরের চেয়ে নিট আয় বেড়েছে ২০ দশমিক ৪৮ শতাংশ। বিএসসিকে ৩ বিলিয়ন ডলার সাহায্য দেবে একটি বিদেশি সংস্থা। কার্বন নিঃসরণ কমাতে ডুয়েল ফুয়েল কন্টেনার জাহাজ তৈরির পরিকল্পনা রয়েছে। শিপিং সম্পর্কিত আইন মেনে সময়ানুগ সিদ্ধান্ত গ্রহণ করে কৌশল নিয়ে বিএসসি এগিয়ে যাচ্ছে।

এজিএমে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক প্রফেসর এম শাহজাহান, বিএসসির সদস্য ড. পীযূষ দত্ত, পরিচালক (প্রযুক্তি) মো. ইউসুফ, মোস্তফা জামানুল বাহার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কাল থেকে
পরবর্তী নিবন্ধবাংলাদেশ প্রশ্নে অবস্থান আগের মতোই রয়েছে