সিজেকেএস–সিডিএফএ অনুপ বিশ্বাস প্রথম বিভাগ ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের খেলায় কোচ দেবাশীষ বড়ুয়া দেবুর প্রশিক্ষণাধীন নওজোয়ান ক্লাব ৪–১ গোলে উড়িয়ে দেয় চট্টগ্রাম জেলা পুলিশকে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২–০ গোলে এগিয়ে ছিল। খেলার ২৪ মিনিটে প্রথম গোল পায় নওজোয়ান। বাম প্রান্ত দিয়ে বল নিয়ে একক প্রচেষ্টায় বঙে ঢুকে পড়েন আবদুর রহমত তুষার। তার শট জালে পৌঁছলে নওজোয়ান ১–০ গোলে এগিয়ে যায়। ২৮ মিনিটে খেলায় সমতা আনার সুযোগ পায় জেলা পুলিশ দল। বঙের ভেতর ফাউল হলে রেফারী জেলা পুলিশের পক্ষে পেনাল্টির বাঁশি দেন। তবে পেনাল্টি থেকে রনি বড়ুয়ার নেয়া শট নওজোয়ান কিপার ওমর ফারুক বামদিকে ঝাঁপিয়ে কর্ণারের বিনিময়ে রক্ষা করেন। ৩৫ মিনিটে গোলসংখ্যা দ্বিগুন করে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। এবারও আবদুর রহমান তুষার বঙে ঢুকে একক প্রচেষ্টায় বল জালে ঢুকিয়ে দেন। নওজোয়ান ২–০ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই আক্রমনে যায় নওজোয়ান। খেলার ৫০ মিনিটে তুষার বঙে ঢুকে গোলকিপারকে কাটিয়ে বল দেন আল আমিনকে। সামনে থাকা আল আমিন ফাঁকা পোষ্টে বল ঠেলে দিয়ে নওজোয়ানকে ৩–০ গোলে এগিয়ে রাখেন। ৫৮ মিনিটে বঙের বাইরে থেকে তুষারের একটি দুর্দান্ত শট ক্রসবার কাঁপিয়ে ফেরত আসে। ৭৩ মিনিটে আক্রমনে উঠে পুলিশ। কিন্তু দলের ইসহাক ভুইয়ার শট বারের উপর দিয়ে চলে গেলে একটি সুযোগ নষ্ট হয় পুলিশের। পর মিনিটেই গোলের হালি পূর্ন করে নওজোয়ান। বাম প্রান্ত দিয়ে উঠে যাওয়া তুষার বঙে ক্রস ফেলেন। ডান পায়ে সে বল জালে জড়িয়ে দেন বদলি ইমরুল কায়েশ বাপ্পি (৪–০)। দু’মিনিট বাদে আবারো তুষার বল পান। এবার কিপারকে সামনে পেয়েও তিনি বল জালে ঢোকাতে পারেননি। গতকাল জেলা পুলিশের অভিজ্ঞ খেলোয়াড় বিশ্বেশ্বর বড়ুয়ার অনুপস্থিতিতে দলটি যেন খুব সাধারণ দলে পরিণত হয়। তাদের ডাগআউটেও কোচকে দাঁড়াতে খুব বেশি দেখা যায়নি। ইনজুরি টাইমে বঙে ফাউলের অজুহাতে আবারো পেনাল্টি পায় জেলা পুলিশ। তা থেকে সান্ত্বনাসূচক একটি গোল পরিশোধ করেন পুলিশ দলের রায়হান (৪–১)। তার শট ফুটো জালের ভেতর দিয়ে বাইরে বের হয়ে যেতে দেখা যায়। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আগ্রাবাদ নওজোয়ান ক্লাব এর খেলোয়াড় আব্দুর রহমত তুষার। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আরিফ আহমেদ। আজ বিকাল ২.৪৫ টায় কল্লোল সংঘ বনাম কে এম স্পোর্টিং ক্লাব পরস্পরের মোকাবেলা করবে।