প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীন মেলার বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামী ২২ ডিসেম্বর থেকে মেলা মিলনায়তনে শুরু হবে। প্রতিযোগিতার ৪টি বিভাগ থাকবে যেমন শিশু বিভাগ–ক,শিশু বিভাগ–খ, কিশোর বিভাগ ও কলেজ /বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতার বিষয় দেশের গান, পল্লীগীতি/ লোকগীতি,রবীন্দ্র সংগীত,নজরুলগীতি , উচ্চাঙ্গসংগীত, আধুনিক গান,ছড়াগান, নৃত্য সাধারণ, লোক নৃত্য, আবৃত্তি ও চিত্রাংকন। কলেজ ও বিশ্ববিদ্যালয় এর ছাত্র–ছাত্রীরা শুধু মাত্র দেশের গান, পল্লীগীতি / লোকগীতি, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত ও আধুনিক গান প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। বিস্তারিত জানতে মেলার সভাপতির সাথে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগের ঠিকানা নবীন মেলা, ২৭ আবদুস সাত্তার সড়ক,রহমতগঞ্জ, চট্টগ্রাম। প্রেস বিজ্ঞপ্তি।