ফটিকছড়ি গ্রামার ফাউন্ডেশন (এফজিএফ) গোল্ড মেডেল বৃত্তি পরিক্ষা ২০২৩ উপলক্ষে চুড়ান্ত প্রস্তুতিমূলক এক মতবিনিময় সভা গত ১১ অক্টোবর ফটিকছড়ি গ্রামার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন মাইজভার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, প্রাক্তন শিক্ষক প্রদীপ কুমার নাথ, মাওলানা মোহাম্মদ করিম উল্লাহ, ফটিকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দীন চৌধুরী, ধুরুং আতরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোহরা খানম, উত্তর ছিলোনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা বেগম, ছোট ছিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম মোস্তফা এরশাদ, কোম্পানি টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল লতিফ, সাহারা বেগম, প্রবীণ শিক্ষক আহমদ উল্লাহ ও সহকারি শিক্ষক জেএম তাওহিদ হোসেন, আলহাসনাইন একাডেমির অধ্যক্ষ মুহাম্মদ ইমাম উদ্দীন, হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, কাঞ্চননগর মেধা বিকাশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দীন।
সভায় ফটিকছড়ি গ্রামার ফাউন্ডেশনের চীফ কো–অর্ডিনেটর এম কামরুল হাসান চৌধুরীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও পরিচালক সাহাবুল আলম মিনার। স্বাগত বক্তব্য রাখেন এফজিএফ পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন মাওলানা মীর কাওসার ফয়েজী, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ, নাসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ মামুন উদ্দিন, আনোয়ার হোসেন, নাজিম উদ্দীন, ওমর ফারুক,শাকিল উদ্দিন, রেজাউল করিম,মঈনুল হক চৌধুরী, তাওফিকা ফেরদৌস ববি, জিনিয়া আমেরিন, মাহবুবা খানম মুন্নি, হালিমা বেগম, ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুক্তাদির আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।