৪২টি টিয়া ফিরে গেল আপন নীড়ে

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে বিভিন্ন অঞ্চল থেকে অজ্ঞাত শিকারীরা পাচারের সময় ৪২টি দেশী জাতের টিয়া পাখি অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার বারৈয়াঢালা জাতীয় উদ্যানে পাখিগুলোকে বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন ও খৈয়াছড়া ইউপি সদস্য মেজবাউল আলম মুন্না অবমুক্ত করেন। এর আগে মঙ্গলবার রাতে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের পাশে বড়তাকিয়া এলাকায় পাচারের সময় পাখিগুলো উদ্ধার করেন বড়তাকিয়া বিট কর্মকর্তারা।

বিট কর্মকর্তা মো. মামুন বলেন, মঙ্গলবার রাতে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় কিছু খাঁচা দেখতে পাই। তখন স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করে এগুলো কার তারা বলে আমরা জানি না। পরবর্তীতে আমি খাঁচার ভিতরে থাকা প্লাস্টিকের ভিতরে দেখতে পাই দেশী জাতের ৪২টি টিয়া পাখি। তখন এগুলো উদ্ধার করে আমার হেফাজতে নিয়ে যায়। গতকাল বুধবার সকালে এগুলো বারৈয়াঢালা জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টিয়াগুলো পাচারকারী চক্রের সদস্যরা উপজেলার কোন এলাকা থেকে ধরে পাচারের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল। বনবিভাগের লোক টের পেয়ে পাচারকারীরা গা ঢাকা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধআমিনুল ইসলামের পক্ষে লোহাগাড়ায় আওয়ামী লীগের আনন্দ মিছিল
পরবর্তী নিবন্ধপাহাড়তলী ও উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সমাবেশ