সরকারি মুসলিম হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতির পুনর্মিলনী,কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সংবর্ধনা আগামীকাল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক সাধারণ সভা গত ১৪ নভেম্বর বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির অফিসে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি শাহ আলম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাশেদ চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংষ নেন পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক জামাল নাসের চৌধুরী, সমিতির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, কোষাধ্যক্ষ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস, মীর মোহাম্মদ মোজাফ্ফর,আবু মোহাম্মদ মিনার, শেখ মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, কাজী ইশতিয়াক আহমেদ, খুরশিদ আনোয়ার চৌধুরী, তারিকুল ইসলাম সেন্টু, মোহাম্মদ ইউসুফ হোসেন ভূঁইয়া, রফিক উদ্দিন লাবলু, মো. ওমর ফারুক ও সাইফুদ্দিন মুন্না। প্রেস বিজ্ঞপ্তি।