সিএমপিতে তিন কর্মকর্তার রদবদল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) একজন উপ পুলিশ কমিশনারসহ তিন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। গতকাল বুধবার সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত দুটি আদেশে এ রদবদল করা হয়।

এতে উপপুলিশ কমিশনার (ডিবি দক্ষিণ) ও অতিরিক্ত দায়িত্বে (ডিবিউত্তর) থাকা নিহাদ আদনান তাইয়ানকে উপপুলিশ কমিশনার (পশ্চিম) এ পদায়ন করা হয়েছে। এছাড়া নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ডিবিবন্দর) মোহাম্মদ কেফায়েত উল্ল্যাহকে সিএমপির পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ করা হয়েছে। পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির উদ্দিনকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ডিবিবন্দরে) বদলি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরেয়াজুদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির প্রতিবাদ সভা
পরবর্তী নিবন্ধসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ দিন ধরে নিখোঁজ ৬ জেলে