কক্সবাজারের উখিয়ার গহীন পাহাড়ের ভেতর থেকে নুরুল আমিন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাকিম মিয়ার ছেলে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে রাজাপালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চেংখো এলাকার গহীন পাহাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, খবর পেয়ে উখিয়া থানার পুলিশের একটি টিম চেংখো এলাকার গহীন পাহাড়ের ভেতর থেকে হাকিম মিয়ার ছেলে নুরুল আমিনের লাশ উদ্ধার করে। উদ্ধারের পর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় অভিযোগ পেলে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজাপালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ হামজা বলেন, নিহত নুরুল আমিন গত মঙ্গলবার সকালে কাজে গিয়ে সন্ধ্যায় বাড়িতে ফিরে আসেন। পরে তার পিতাসহ বাড়ির লোকজনদের সাথে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে পরিবারের লোকজনের সাথে অভিমান করে বাড়ির কাছাকাছি পাহাড়ের ভেতর একটি কাঠাল গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহত যুবকের পিতা হাকিম মিয়া বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে অভিমান দেখিয়ে আমার ছেলে নুরুল আমিন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।